আসসালামুয়ালাইকুম আমরা জানি কিভাবে আমাদের জীবনে এপ এর চাহিদা বারতেছে । কিন্তু আমরা কি জানি আমাদের দেশিয় কিছু এপ যা আমাদের কাজের গতি বাড়িয়ে দিবে যেমন : এই নিচে এপ গুলির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
#1Shapla App
মূলত শাপলা একটি নিউজ এপ । শুধু নিউজ এপ বললে ভূল হবে এইটা বাংলাদেশের অন্যতম একটি নিউজ এপ। এপ এ ঢোকার সাথে সাথে আপনার সামনে বাংলাদেশের টপ নিউজগুলি শো করবে এবং এপ এর ডিজাইনটাও অনেক সাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এই এপ এর অন্যতম একটি ভালো দিক হচ্ছে এইটিতে কোনো এড শো করেনা, অনেক গ্রাহক শুধুমাত্র বিরক্তিকর এড এর কারনে কোনো এপ অথবা ও্যেবসাইট ভিজিট করেনা , তো এই ক্ষেত্রে শাপলা এপ একেবারেই ভিন্ন । এই এপ এর মাধ্যমে আপনি আপনের পছন্দ সই ক্যাটাগরি বাছাই করতে পারবেন এবং সেই অনুযায়ী খবর পরতে পারবেন। পাশাপাশি এপটিতে নিউজ শেয়ার করার, লাওক করার মতোন ও সুবিধা রয়েছে। তাই জারা খবর পিপাসু রয়েছেন তাদের জন্য এই এপটি অনেক কার্যকরী হবে বলে আশা করি।
#2Bongo Scanner App
এই এপটি খুবই কার্যকরী একটি এপ। অনেকসময় আমাদের কাগজ থেকে দেখে অনেক লম্বা টেক্সট টাইপ করতে হয়, কিন্ত আপনি চাইলেই Bongo Scanner App দিয়ে সেই কাগজ কে স্ক্যান করতে পারেন এবং কাগজে থাকা লিখা গুলি অটোমেটিক লিখায় কনভার্ট হয়ে যাবে। এছাড়াও রাস্তায় কোনো বিলবোর্ড দেখলেন সেটিকে ছবি তুলে এই এপের এর মাধ্যমে আপনি লিখায় কনভার্ট করতে পারবেন।
এপটিতে ৯২ টিরও অধিক ভাষা সাপোর্ট করে তার মানে টেক্সট এর পাশাপাশি আপনি ট্রান্সলেট করতে পারবেন। তবে এপটি সম্পূর্ণ ফ্রিতে ব্যাবহার করতে পারবেন না ,ব্যাবহার করার জন্য আপনার ক্রেডিট এর প্রোয়োজন হবে । ক্রেডিট পাওয়া যাবে ফ্রেন্ডদের রেফার করে ,বিভিন্ন এড দেখে।
#3Message Alarm App
এই এপটি মূলত ফ্রিল্যান্সার দের জন্য বানানো হয়েছে। এই এপটি যদি আপনি ব্যাবহার করেন আর আপনার ফোনে যদি কোনো মেসেজ আসে তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি মেসেজটি ওপেন না করবেন ততক্ষন পর্যন্ত আপনের ফোনটি অ্যালার্ম এর মত বাজতে থাকবে। ধরুন আপনি ফ্রিল্যান্সার এবং আপনি ফাইভার এ কাজ করেন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করে তাহলে আপনি মেসেজ না দেখা পর্যন্ত আপনার ফোন বাজতে থাকবে এতে করে আপনার ক্লায়েন্ট অন্য কোনো সেলার এর থেকে সার্ভিস নেয়ার আগেই আপনি তার মেসেজ এর রেসপন্স করে তার থেকে কাজ পেতে পারেন।
এই এপটি বতাবহার করে আপনি আপনার পছন্দ মতো এপ এর জন্য মেসেজ অ্যালার্ম সেট করতে পারবেন।
#4Theif Guard App
এই এপটি আপনার ফোন চুরি হওয়া থেকে বাচাতে পারে অথবা আপনার ফোন চুরি হয়ে গেলেও ফোন ফিরিয়ে আনতে কিছুটা সাহায্য আপনাকে করতে পারে। এপটি ব্যাবহার এ আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ডেটা কেও ডিলিট করতে পারবেনা। এছাড়াও এপটি ব্যাবহার এর ফলে যদি চোর আপনার পকেট থেকে ফোন বের করতে চায় তাহলে অ্যালার্ম বাজবে, চুরি করার পর আপনার ফোন যদি কেও খুলতে চায় আর যদি সে ভুল পাসওয়ার্ড দেয় তাহলে তার ছবি তুলে রাখবে, আপনার ফোন শাট ডাউন করতে পারবেনা, সিম চেঞ্জ করলেও ফোন ট্রাক করা যাবে এবং আরো অনেক কাজ করা যাবে। তাই এপটি ব্যাবহার এর পরামর্শ রইলো।
#5Doctime App
এপটির নাম আপনারা অনেকে শুনে থাকবেন । এমন অনেক সময় থাকে যখন আমরা ডাক্তারের কাছে জেতে পারি তখন এই এপটি ব্যাবহার করে ভিডিও কলের মাধ্যমে আমরা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারবো । মজার বিষয় হচ্ছে প্রায় সব ধরনের ডাক্তার ই সবসময় অনলাইনে থাকেন তাই আপনি যেকোনো সময় এপটি ব্যাবহার করে অনেক কম টাকা খরচ করে ডাক্তার দেখাতে পারবেন। এপটি সবার ফোনে রাখার জন্য পরামর্শ রইলো ।
আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Thank you so much ❣️