ঈদের ফানি পোস্ট ২০২১ – Facebook Bangla Eid Funny Post and jokes-2021

 

ঈদের ফানি পোস্ট ২০২২ - Facebook Eid Funny Post and jokes-2022

ঈদের ফানি পোস্ট বাংলা

প্রথমে আমি একটি গল্প বলবো, এরপর একে একে ১০টি ঈদের ফানি পোস্ট ২০২১ এর নতুন সব ফেসবুকে স্ট্যাটাস, এগুলো আপনি বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন।
(ঈদের ফানি পোস্ট ২০২১ – Facebook Bangla Eid Funny Post and jokes-2022)

So let’s start

Story বা গল্প ১

সামনে ঈদ…. শপিং করতে হবে… ভাবলাম গার্ল্ফ্রেন্ড্রে নিয়ে শপিং করমু… ???

.

.

বাসা থেকে টাকা নিছি মোট ২৩ হাজার টাকা… ১৫ হাজার টাকা নিছি ফোন কিনব বলে, ৩ হাজার প্রাইভেটের টাকা। আর ৫ হাজার ঈদের শপিং এর জন্যে… ☺☺

.

,

প্রেমিকারে দিলাম কল…. 

,

আমি:- জান, শপিং করতে যাব। যাবা আমার সাথে? 

,

গার্ল্ফ্রেন্ড:- হ্যা জান যাবো… বাবা মাত্র ২ টা ড্রেস কিনে দেছে। মাত্র ২ টা ড্রেস দিয়ে ঈদ হয় বলো বাবু?? ???

.

আমি:- হ্যা বাবু, ২ টা দিয়ে কি আর ঈদ হয়? ???(চিল্লানির ইমো হপে)… ??

.

.

২৬ হাজার টাকাই নিলাম। কি না কি হয় ভেবে… ? 

,

প্রথমে গেলাম ওনার ড্রেস কিনতে। ভাবলাম ওর কাজ সেরে আমি কিনব নি… ???

.

.

ড্রেস ২ টা পছন্দ ওনার। কিন্তু একটারো ওড়না নাই… ??আমি কিছু বললাম না। বিল হলো ৯,৫০০/-…. ??

.

আমার হাত থেকে ড্রেসের ব্যাগ নিয়ে বললো, “জান বিল দাও আমি স্যান্ডেল এর দোকানে যাচ্ছি”… ???

.

আমি তো একটা ঝটকা খেলাম… শালা কয় কি??? ???সাড়ে নয় হাজার টাকা কেম্নে দিমু?? ?? ভাবলাম পরে দিবে হয়ত… তাই পুকুত করে টাকাটা দিয়ে স্যান্ডেলের দোকানে গেলাম। মহারানী বসে বসে পায়ে দিয়ে দিয়ে স্যান্ডেল চেক করতেছে… ?? 

.

মনটা চাইলো থাপ্রাইয়া বাসায় নিয়া যাই। কিন্তু পারলাম না। ?হাজার হলেও গার্ল্ফ্রেন্ড হয় বালামার… ???

.

.(ঈদের ফানি পোস্ট ২০২২ – Facebook Bangla Eid Funny Post and jokes-2022)

মহারাণী স্যান্ডেল নিলো ২৮০০/- দিয়ে… ?

.

ভাবলাম, এই বিল অন্তত ও দিবে। কিন্তু একি??/ ? এটাও ও আমাকেই দিতে বললো… ?

.

ভাবলাম বড়লোকের মেয়ে, পরে হয়ত সুদ সহ ফেরত দিবে… ??

.

আমার খরচ অলরেডি ১২,৩০০/- হয়ে গেছে… ?

.

.

আমাকে বললো, “জান আমার একটা ব্রেসলেট কিনে দিবা”????

.

আমি তো রাইগ্যা কইলাম, “ব্রেসলেট কিরবা? ব্রেসলেট তো ছাগলিরা পরে বাবু”… ??

.

ও ক্ষেইপা বললো, “আমি ছাগলি ইইই। যাও কিনে দিতে হবেনা….. আমি কে তোমার যে ঈদ মার্কেট করে দিবা আমাকে”??? ???

,

,

আমি আবেগে আপ্লুত হয়ে আর না করিনি। ব্রেসলেট নিয়ে দিলাম ৪৭৫০/- দিয়ে। ??

.

১৭,০৫০ টাকা শেষ কইরা দিলো হ্রামি… ??? ইচ্ছা করলো সব কিছু কাইড়া নিয়ে কান পোট্টী ফাডাই দিই থাপ্রাইয়া… ???

.

.

আমাকে পাবলিক প্লেসেই জড়াই ধরলো… আর বললো, “আমার জান অনেক ভালো… জান আসো, আসল জিনিস তো কিনিই নাই”… ???

.

.

আমাকে জড়িয়ে ধরাতে আমার মন আমার বিরুদ্ধে গিয়ে গলে গেলো… ওরে নিয়ে গেলাম কসমেটিক্স এর দোকানে… 

,

,

এই লিপস্টিক, ওই আইলাইন, ওই চুড়ি, এই বাল, এই ছাল… মেজাজটাই গরম… ???

.

.

সব মিলিয়ে ১,৫০০/- টাকা শেষ… ???

যত্তসব বাল ছালরে ভালবাসছি… ??

.

ফানি পোস্ট বাংলা ফানি স্ট্যাটাস বাংলা ২০২১|Facebook funny jokes

ও বললো, “জান সে কখন আসছি! এত কিছু কেনা কাটা করলাম, খুব ক্ষুধা লাগছে”… ?

.

.

আমি অনিচ্ছা সত্বেও রেস্টুরেন্ট এ ঢুকলাম ওরে নিয়া। হ্লায় হ্রামি মাইয়া একের পর এক অর্ডার দিলো… রমজান মাসে রোজা তো নাই ইইই সাথে এত গুলা শপিং কইরা বাল ম্রানি থুক্কু মহারাণির মত চিকেন খাচ্ছে… ????

.

.

বিল করলো, ৪৫০/-…. ???

,

,

আর হ্যা বগুড়া শহরের এ মার্কেট ও মার্কেট যেতে যেতে গাড়ি ভাড়া দিতে দিতে খরচ গিয়ে ঠেকলো ২০,০০০/-…. ??

.

.

আমার তো হার্ট এটার্কের অবস্থা… আল্লাহ এমন গার্ল্ফ্রেন্ড শত্রুরেও দিওওনা… ???

.

.

ও বললো, “জান তুমি আমাকে এত কিছু দিলা আমি একটা কিছু দিব তোমাকে। চলো আমার সাথে”… ??

.

.

এবার ধরে প্রান এলো… ভাবলাম যাক, গার্ল্ফ্রেন্ড আমার পার্ফেক্ট… ???

.

.

কিন্তু একি??? ও আমাকে নিয়ে হকার্স মার্কেটে ঢুকলো… ???

.

.

গিয়া ৬৫০/- দিয়া একটা নীল পাঞ্জাবি কিনে দিলো… ? তাও ৫০ টাকা আমার থেকে নিয়ে। ও বললো “জান ৫০০/- টাকারর নোট না ভাঙাই। ৫০ টাকা খুচরা দাও”… 

,

,

দিলাম… পকেটে হাত দিয়ে দেখি ৩ টা ১০০০/- টাকার নোট (প্রাইভেট বেতন ৩ হাজার টাকা)… ???

আর ১০ টাকার একটা নোট… ???

.

.

ও ৬৫০/- নীল পাঞ্জাবি হাতে ধরাইয়া চলে গেলো… ? আমি পাগলা হইয়া গেলাম… ??

.

.

খুচরা ১০ টাকা দিয়ে বাসায় ফিরে আসলাম…. ? কাছে মাত্র ৩,০০০/- টাকা আছে। তাও সেটা প্রাইভেটের। ২০,০০০/- টাকা খরচ করে মাত্র একটা পাঞ্জাবি পেলাম ৬৫০/- টাকার। ✌

.

.

স্ট্রোক করলাম মনে মনে কয়েকবার… কিডনি স্ট্রোক, হার্ট স্ট্রোক, ফুসফুস স্ট্রোক সব স্ট্রোক করলাম… ???

.

.

৫ দিন পর ঈদ। জানিনা বাসায় কি জবাব দিমু… ফোন কই পামু? ৫০০০/- টাকার মার্কেটই বা কে কইরা দিবে??? ??? বুকটা ধক করে উঠতেই আম্মুর ডাক শুনলাম… 

,

,

“জামিল…. এই জামিল… ওঠ বাবা, আর কত ঘুমাবি? চল মার্কেটে যাই। শপিং করতে যাব”… 

,

,

আমি আর থাকতে পারলাম না।।। ? চোখের পানি চিরিত করে ছেড়ে দিলাম। ??? 

,

,

যাক বাবা স্বপ্ন দেখছিলাম এতক্ষন… ?? আল্লাহ এমন গার্ল্ফ্রেন্ড নাই আমার… অনেক ভাল আছি… ??

ঈদের ফানি পোস্ট ২০২২

#১
আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক
#২
ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক ।
#৩
সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।
#৪
বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
#৫
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক
#৬
সপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
#৭
আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন। আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন। তার একটাই কারন, আজ যে ঈদের দিন। ঈদ মোবারাক !!
#৮
এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
#৯
রং লেগেছে মনে মধুর এই ক্ষনে, তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন, ”ঈদ মোবারক”
#১০
পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।সবাইকে ঈদের শুভেচ্ছা।_ঈদ মোবারক

2 thoughts on “ঈদের ফানি পোস্ট ২০২১ – Facebook Bangla Eid Funny Post and jokes-2021”

  1. রমজান মাস মুসলমানদের জন্য পবিত্র ও পাপ মোচনের মাস হিসাবে বিবেচিত হয়ে থাকে। ইসলামিক ঐতিহ্য অনুসারে, মুসলমানরা পুরো মাসে রোজা পালন করে থাকে। রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ এবং বাংলাদেশে সেহরি ও ইফতারের সময়সূচী PDFডাউনলোড করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *