আসসালামু আলাইকুম সবাইকে আসা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন।
আমরা জানি ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে।(bangladesh vs sri lanka) ইউটিউব ফেসবুক আমরা যেখানেই যাই লাইভ টুকু মানি এই খেলার বা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লাইভ ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারিনা, হয়তো টিভিতে দেখা যায় কিন্তু মোবাইলে ইউটিউব ফেসবুক অন্য কোথাও পাওয়া যাচ্ছে না।(bangladesh vs sri lanka live cricket)
আমি ভাবলাম আপনাদের জন্য একটি দারুন অ্যাপ শেয়ার করি সেটা তো আপনি চাইলেই HD QUALITY CRICKET STREAM করতে পারবেন।
আরো দেখতে আর্টিকেলগুলো চেক করুন
অ্যাপটি মূলত বিভিন্ন চ্যানেলের বা ক্রিয়া জাতীয় চ্যানেলের যত ধরনের লাইভ শো এবং লাইভ ক্রিকেট দেখতে পারা যায়।
আপনি চাইলেই সেখানে আপনার ফোন দিয়ে লাইভ ক্রিকেট উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট ম্যাচ দেখতে চাইলে আমাদের আর্টিকেলটি সবটুকু পড়তে থাকুন। (বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট লাইভ ম্যাচ)
বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট ম্যাচ কিভাবে দেখবেন?
বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট দেখতে চাইলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন সেখানে আপনি বিভিন্ন টিভির চ্যানেল লাইভ স্ট্রিম করতে পারবেন।
অ্যাপটির সম্পর্কে
এই অ্যাপটি মূলত ইন্ডিয়ান ভারতের একটি অ্যাপ আপনি চাইলে অ্যাপটি খুব সহজে ব্যবহার করতে পারবেন।
অ্যাপটি ব্যবহার কিভাবে করবেন?
Step 1
প্রথমে আপনি আপনার মোবাইল ব্রাউজার টি ওপেন করুন, মোবাইল ব্রাউজার যেকোনো একটি হলেই চলবে আমি আপনাকে বলব ক্রোম ব্রাউজার টি ইউজ করুন।
ক্রোম ব্রাউজার টি মোবাইল ইয়ুজারদের জন্য খুবই স্বাচ্ছন্দ্যবোধ একটি ইন্টারনেট ব্রাউজার, ব্রাউজারটি ওপেন করার পর আপনি আপনার ব্রাউজারে সার্চ অপশনে ক্লিক করুন এবং টাইপ করুন।(বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট লাইভ ম্যাচ)
Step 2
সার্চ অপশনে stream Indiaএই লিখাটি লিখে সার্চ করুন।
লেখাটির উপর ক্লিক করার পর আপনাকে সেই কাঙ্খিত সাইটে নিয়ে যাওয়া হবে, আপনি সেখানে একটি বিষয় সম্পর্কে লিখিত লিখিত আকারে থাকবে, অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নিন তারপর অ্যাপটি দেখতে এরকম দেখাবে।(Bangladesh T20 world cup cricket live match)
এখানে যে পপপ অপশন টা দেখতে পারছেন সেটা দেখে আপনারা কেউ ঘাবরাবেন না, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, সব চ্যানেল গুলি চলবে কিন্তু কিছু চ্যানেল আছে যেগুলো আপনি উপভোগ করতে পারবেন না সে গুলোকে উপভোগ করতে হলে , সামান্য একটি বিপিএন ইউজ করুন।
এই প্রোপার্টি মুছে ফেলুন সাইটে একটি ক্লিক করে,
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং এই আর্টিকেলটি থেকে কিছু শিখতে পারছেন।
সবাই অ্যাপটি উপভোগ করতে থাকুন এবং আমার সাইটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে, আর হ্যাঁ আমাদের সাইটে আরো অনেক গুরুত্বপূর্ণ টেকনোলজি বিশেষ কিছু আর্টিকেল পাবলিশ করা আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন আমাদের সাইটে ।
Helpful love from Dhaka