কিভাবে রাউটারের স্পিড বাড়াবেন | রাউটার গতি বেড়ে যেভাবে | How can I increase my WiFi speed?
আসসালামুয়ালাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ।
আজকে আমার আপনাদেরকে শিখাব আপনার
আপনাদের internet speed বিদ্ধি করবে এবং speed বারাবেন । | রাউটার গতি বেড়ে যেভাবে
আমরা জানি আমাদের internet provider যে কেবল দারা আমাদেরকে internet প্রোভাইড করে , সেই কেবল টি আমাদের রাউটারে contact করে থাকি এবং সেটা থেকে আমরা internet ব্যবহার করে থাকি ।
আমরা জানি রাউটার থেকে যে তরঙ্গ আসে সেটা আমাদের ফোনে আসে গোলাকার আকৃতি ধারণ করে আসে so গোলাকার আকৃতি ধারণ করে আসার কারনে আমরা আমাদের ফোনে internet speed তুলনামূলক কম পাই এ জন্য আজ আপনাদেরকে শিখাব যে কিভাবে internet speed ভারাবেন বা বৃদ্ধি করবেন আসুন তাহলে শুরু করি। #রাউটার গতি বেড়ে যেভাবে।
#আমাদের যা যা লাকবে
প্রথমত আমাদের একটা রাউটার লাগবে , কারণ আমরা WiFi network speed ভারাব
১.রাউটার
২.কেনের বোতল
কেনের বোতল সমর্পকে
কেনের বোতল বলার কারণ আছে আমরা এই সব কিছু নিয়ে এই আর্টিকেলে আলচোনা করব।
So কেনের বোতল: মুলত কেনের বোতল এমন এক ধরনের স্টিল বা পলি কার্বন দিয়ে তৈরি কেনের বোতল না থাকলে আমরা পলি কার্বন ব্যবহার করতে পারি , এই গুলা দেখতে কেমন হয় এটার একটা ছবি দিয়ে দিব।
So এই পর্যন্ত আমরা জানছি কেনের সমর্পকে ,
এখন আমরা মেইন পোয়েনটে আসি ।
তার আগে একটা কথা বলে রাখি যাদের কাছে আমাদের পোস্ট গুলো ভালো লাগলে কষ্ট করে একটু শেয়ার করে দিবেন please
কিভাবে internet speed বাড়াবেন ?
প্রথমে আমরা কেনের বোতল টি রাউটারে এন্ট্রিনার সাইজ মতো কেটে নিব এবং এই কাঁটা অংশ টি রাউটারের এন্ট্রিনার পিছন সাইটে ভরে দিব Ops sorry পিছন দিকে সুন্দর করে লাগবেন এবং যেই দিকে আপনারা internet ব্যবহার করবেন এদিকে খালি কেনের বোতলের খোসাটি লাগবেন , আর হ্যাঁ লাগানোর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে , সেটা হলো আমাদের রাউটারের এন্ট্রিনা টি পুরাপুরি cover করতে হবে , তাহলে আপনারা ভালো speed পাবেন ।
Joss