ফেইসবুক হ্যাক হওয়ার কারণ এবং করনিয় | How to solve Hack problem in Facebook

 

ফেইসবুক হ্যাক হওয়ার কারণ এবং করনিয় | How to solve Hack problem in Facebook


Assalamulaikom



ফেসবুক একাউন্ট হ্যাক থেকে বাঁচতে মার্ক জাকারবার্গের টিম আপনাকে বিভিন্ন নিরাপত্তার সুবিধা দিয়ে রেখছে।



 চলুন জেনে নেয়া যাক, ফেসবুক হ্যাক হলে কিভাবে বুঝবেন ও হ্যাক সম্পর্কে নিশ্চিত হলে কী করা উচিত, সে সম্পর্কে বিস্তারিত।


আপনার প্রশ্ন যদি হয়- ফেসবুক হ্যাক হলে কীভাবে বুঝব, তাহলে এই পোস্টটি আপনার জন্য।


ফেসবুক হ্যাক হলে কিভাবে বুঝব?

চলুন প্রথমেই জেনে নিই ফেসবুক একাউন্ট আসলেই হ্যাক হয়েছে কিনা, সেটা বোঝার উপায়। এসব লক্ষণ থেকে আপনি আঁচ করতে পারবেন যে আপনার ফেসবুক একাউন্টটি আপনার অগোচরে কেউ ব্যবহার করছে কি-না। এমনটি হলে সাথে সাথে ঘাবড়ে না গিয়ে আমাদের পোস্টে দেয়া টিপস অনুযায়ী ব্যবস্থা নিন, আশা করি আপনি বোঝাতে চেষ্টা করছেন,
আর হ্যাঁ আপনি পোর পোস্ট টি পরলে বোঝাতে পাবেন। 
আপনার ফেসবুক একাউন্ট এর লগিন হিস্ট্রি দেখতেঃ
     :আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করুন
  • মেন্যু থেকে Settings and Privacy তে ক্লিক করুন
  • Settings এ ক্লিক করুন
  • Security & Login এ ক্লিক করুন
Where You Logged In সেকশনটি খেয়াল করুন। সেখানে কোন ডিভাইস থেকে, কোন সময়ে, কোন স্থান থেকে কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করা হয়েছে তার তালিকা দেখতে পাবেন। এই তালিকা থেকে কোনো অজ্ঞাত লগিন এর তথ্য দেখতে পেলেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এর মানে অপরিচিত কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুক একাউন্টে লগইন করা হচ্ছে। অর্থাৎ কারও কাছে আপনার ফেসবুক একাউন্টের এক্সেস আছে।

Where You Logged In

এই ডিভাইস তালিকায় প্রতিটি ডিভাইস ক্লিক করলে/ থ্রিডট মেন্যুতে আপনি সেগুলো থেকে লগ আউট করার অপশন পাবেন। তালিকা দেখে অপরিচিত ডিভাইস থেকে সাথে সাথে লগ আউট করে ফেলুন। এছাড়া একবারে সকল ডিভাইস থেকে লগ আউট করে ফেলতে “Log Out Of All Sessions” ক্লিক করতে পারেন।

থার্ড পার্টি টুলস

থার্ড পার্টি টুল ব্যবহার করেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, তা সম্পর্কে ধারণা পেতে পারেন। বিভিন্ন ডাটা ব্রিচ এর সময় আপনার অ্যাকাউন্ট এর লগিন তথ্যও ফাঁস হতে পারে। Have I Been Pwned নামে একটি ওয়েবসাইট আছে যেটি সকল ডাটা ব্রিচ এর তথ্য জমা রাখে।

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা জানতে Have I Been Pwned ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার কিংবা ইমেইল এড্রেস প্রদান করেন pwned? বাটনে ক্লিক করুন। এরপর আসলেই আপনার একাউন্ট এর লগিন এর তথ্য কোনো ডাটা ব্রিচে ফাঁস হয়েছে কিনা, তা জানতে পারবেন।


#ফেসবুক হ্যাক হলে করণীয়

আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, কিন্তু হ্যাকার এখনো আপনার একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে না থাকে; তাহলে আপনার কপাল ভালো ধরে নিন। এক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
ফেসবুক হ্যাক হলে করণীয়

ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করতেঃ
  1. মেন্যু থেকে Settings এ ক্লিক করুন
  2. Security & Login এ ক্লিক করুন
  3. নিচে স্ক্রল করে Change Password এ ক্লিক করুন
  4. এরপর আপনার বর্তমান ও নতুন পাসওয়ার্ড প্রদান করুন
  5. Save Changes এ ক্লিক করুন
আপনার পাসওয়ার্ড পরিবর্তন এর পর Password Changed শিরোনামের একটি পপ-আপ দেখতে পাবেন। সেখান থেকে Review Other Devices এ ক্লিক করে Continue চাপলে আপনার ফেসবুক একাউন্ট যেসব ডিভাইসে বর্তমান লগিন করা আছে, সেসব ডিভাইসের তালিকা দেখতে পারবেন। Stay Logged In এ ক্লিক করে Continue চাপলে সকল লগিন করা ডিভাইসে ঠিকই ফেসবুক লগিন থেকে যাবে।

     

            পুরা পোস্ট টি পরার জন্য ধন্যবাদ


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *