ভিপিএন কিভাবে আয় করে? | How Earn Money VPN Company?

 

VPN কিভাবে আয় করে ? এবং সার্ভিস দেয়

একটি ছোট্ট ভূমিকা

ভিপিএন, বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো পাবলিক নেটওয়ার্কে ডাটা আদান-প্রদান করার জন্য একটি প্রাইভেট নেটওয়ার্ক, যার মাধ্যমে ইউজার তার আইডেন্টিটি গোপন রেখে ইন্টারনেট সার্ফ করতে পারে।
এতে করে কোন থার্ড পার্টি ওয়েবসাইট ইউজার আইডেন্টিটি ট্র্যাক করতে পারে না, ভিপিএন এর আরেকটা সুবিধা হচ্ছে ইউজারদের ক্লক(block) সাইট অথবা কন্টেন দেখার সুযোগ করে দেয় ।
Surfshark এর একটি তথ্য অনুযায়ী বিশ্বের 31% ইন্টারনেট ইউজার , তাদের প্রাইভেসি ও ব্লক কন্টেন দেখতে ভিপিএন ইউজ করে।
কিন্তু ইন্টারনেটে প্রাইভেসি সিকিউরিটি দেওয়া এই ভিপিএন সফটওয়্যার গুলি আসলে কিভাবে আয় করে?
এই ব্যাপারে আমরা আলোচনা করব ।

History বা ইতিহাস

ভিপিএন এর যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে , সেসময় microsoft-এর কিছু কর্মীরা একধরনের peer-to-peer tunneling protocol বা (PPTP) , PPTP মূলত কম্পিউটার ও ইন্টারনেটের মধ্যে একটি সিকিউর কানেকশন তৈরি করে দেয় ।
শুরুতেই ভিপিএন প্রাইভেট কোম্পানি ও গভর্মেন্টের কাজে ব্যবহৃত হতো , সময়ের সাথে সাথে এই PPTP evolution এর কারনে এটি এখন হয়ে উঠেছে VPN বা Virtual Private Network বিশ্বব্যাপী ইন্টারনেট ইউজার বাড়ার সাথে সাথে এই ভিপিএন ইউজ এর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। 
Statista এর তথ্যসূত্রে VPN এ বিশ্বব্যাপী ৬২% ইউজার সংখ্যা পুরুষ।
অন্যদিকে Global Web Index এর তথ্যসূত্রে ৩৯% ইউজার এর বয়স ১৬-২২ এর মধ্যে।

VPN কিভাবে আয় করে?

ভিপিএন প্রোভাইডাররা মূলত তিন ধরনের মেথড ব্যবহার করে আয় করে,
১ .ফ্রী
২ .প্রিমিয়াম
৩ .ইউজারদের ডাটা বিক্রি করে
এরমধ্যে ফ্রী ইউজারদের ডাটা বিক্রি করে এবং তাদেরকে অ্যাড দেখিয়ে তারা আয় করে থাকেন।
প্রিমিয়াম বা পেইড সার্ভিস মূলত এটা মূলত বিভিন্ন সাবস্ক্রিপশন এর মাধ্যমে ইউজার দের কাছ থেকে অর্থ নিয়ে থাকে ।
যেমন: ১ মাসের জন্য একটি নির্ধারিত অ্যামাউন্ট দেওয়া থাকে, তেমনি ভাবে তিনটি পেইড সাবস্ক্রিপশন দিতে হয়, কেউবা এক মাস অথবা কেউবা তিন মাস আবার অনেকেই একবছরের সাবস্ক্রিপশন ফি দিয়ে থাকে।

ভিপিএন আসলে কারা বেশি ব্যবহার করে?

একটি গ্লোবাল রিসার্চে বলা হয়েছে যে ইউজাররা ভিপিএন ইউজ করে শুধুমাত্র ব্লক কন্টেন অথবা ব্লক সাইট সার্ফ করতে ব্যবহার করে ৩১ % ইউজার।
এবং ১০% ইউজার প্রাইভেসি অথবা পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য এই ভিপিএন ইউজ করে থাকে।
অনেকে আবার এটিকে বিভিন্ন অ্যাপস অথবা সার্ভিসের জন্য ব্যবহার করে থাকে। যেমন: নিজ দেশে এমন একটি সার্ভিস নেই যেটা ভিপিএন ইউজ করে পাওয়া যেতে পারে ।

  

1 thought on “ভিপিএন কিভাবে আয় করে? | How Earn Money VPN Company?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *